insta logo
Loading ...
×

প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি

প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

অবিলম্বে প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সিপিআই(এম) পুরুলিয়া শহর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল ম্যানেজার ডাবলুবিএসইডিসিএল পুরুলিয়া-র কাছে সোমবার ডেপুটেশন দেওয়া হল। ডেপুটেশন উপলক্ষে স্থানীয় মানুষদের এক জমায়েতে সিপিআই (এম) নেতা ব্যোমকেশ দাস বলেন, “বিদ্যুৎ আইন ২০০৩ অনুযায়ী প্রিপেড স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়৷ প্রিপেড স্মার্ট মিটারে বিদ্যুৎ ব্যবহার করা যাবে আগাম টাকা জমা করে। যারা আগাম টাকা দিতে পারবে না তাদের বাড়ি বা দোকানে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে।

প্রিপেড স্মার্ট মিটারে বিদ্যুতের দাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হবে। ” তিনি উল্লেখ করেন, “বিদ্যুৎ একটি পরিষেবা। এটি নিছক কোন ব্যবসায়িক পণ্য নয়। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই চায় বিদ্যুৎ শিল্পকে বেসরকারিকরণ করে মুনাফার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে।” স্মার্ট মিটারের বিভিন্ন খারাপ দিকের কথা উল্লেখ করে আজ সিপিআই(এম)-এর পক্ষ থেকে ব্যোমকেশ দাস, নিলয় মুখার্জি, জিতেন ওঝা, মাধব পান্ডে, উজ্জ্বল মুখার্জি, বিভূতি প্রামাণিকের একটি দল ডাবলুবিএসইডিসিএল পুরুলিয়া ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন দেন।

ডাবলুবিএসইডিসিএল এর পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে পুরুলিয়া জেলাতে ইন্ডাস্ট্রিয়াল ও কমার্সিয়ালগত ভাবে ১৮০টি পোস্টপেড স্মার্ট মিটারের কানেকশন দেওয়া হয়েছে। প্রিপেড কানেকশন এখনও পুরুলিয়া জেলাতে শুরু হয়নি। তবে যে কোন সময় নির্দেশ এলেই বাড়ি বাড়ি প্রিপেড কানেকশন দেওয়া হবে এবং পোস্ট পেড কানেকশনগুলিও প্রিপেড হয়ে যাবে। এদিনের জমায়েতে বক্তব্য রাখেন সি পি আই (এম) নেতা ব্যোমকেশ দাস, মাধব পান্ডে, বিভূতি প্রামানিক, উজ্জ্বল মুখার্জী ,হারাধন ব্যানার্জী ,নিলয় মুখার্জী ,অশোক মাহাতো, বিমলেন্দু কোনার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কৃষ্ণপদ বিশ্বাস।

Post Comment