insta logo
Loading ...
×

প্রাণে মরতে বসেছিল যুবক! দুই ভাইয়ের হামলায় চাঞ্চল্য

প্রাণে মরতে বসেছিল যুবক! দুই ভাইয়ের হামলায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , মানবাজার:

পূর্বের রেষারেষি থেকেই রাস্তায় আটকে মারধর! মানবাজার থানার ভুঁড়াশোল গ্রামে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, শুক্রবার সকালে প্রতিবেশী দুই ভাই এক যুবককে রাস্তায় আটকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

আক্রান্ত যুবক সুকুমার বাউরীর অভিযোগ, এদিন সকালবেলা তিনি যখন রাস্তায় যাচ্ছিলেন, তখন রঞ্জিত বাউরী ও তার ভাই সন্তোষ বাউরী তাঁর পথ আটকায়। আচমকাই তাঁকে লাঠি দিয়ে মারধর শুরু করে তারা। প্রাণ বাঁচাতে সুকুমার পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। তবে সেখানেও হামলাকারীরা তাঁর পিছু নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। পরে কোনও রকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি।

এই ঘটনার পর শুক্রবারই মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুকুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গ্রামে নজরদারি বাড়ানো হয়েছে যাতে ফের কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Post Comment