নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
প্রাক বর্ষাতেই ট্যারেন্টুলার আতঙ্ক! পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের ঝাড়বাগদা গ্রামের কয়েক জায়গায় দেখা মিলেছে ট্যারান্টুলা বলে দাবি গ্রামবাসীদের। ওই ট্যারান্টুলা দেখা মিলতেই আতঙ্ক ছড়ায় ওই গ্রামগুলিতে। ফি বছর বর্ষাতেই বিস্তীর্ণ মানবাজার জুড়ে ওই পতঙ্গর উপদ্রব দেখে ট্যারেন্টুলার আতঙ্ক ছড়ায়।
Post Comment