insta logo
Loading ...
×

প্রয়াত নেতার স্মরণে বরাবাজারে বিমান বসু

প্রয়াত নেতার স্মরণে বরাবাজারে বিমান বসু

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

প্রয়াত সিপিআইএম নেতা কৃষ্ণপ্রসাদ সিংহ দেবের স্মরণসভায় হাজির বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে বরাবাজার এ-টিম গ্রাউন্ডের সভাকক্ষে আয়োজিত হয় এই স্মরণসভা। রবিবার বরাবাজার রাজবাড়ি থেকে শুরু হয়ে বরাবাজার এ-টিম গ্রাউন্ড পর্যন্ত হয় একটি শোক মিছিল। প্রয়াত নেতা কৃষ্ণপ্রসাদ সিংহ দেবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত মানুষজন। পালন করা হয় নীরবতা। প্রয়াত নেতার স্মৃতিচারণে দলের প্রতি কৃষ্ণপদবাবুর ভূমিকার কথা তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব।

এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রয়াত নেতার পরিবার, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, দলের প্রাক্তন জেলা সম্পাদক মণীন্দ্র গোপ, জেলা সম্পাদক প্রদীপ রায়, প্রদীপ চৌধুরী, মহম্মদ ইব্রাহিম সহ সিপিআইএমের সমস্ত নেতা কর্মীরা।

Post Comment