insta logo
Loading ...
×

প্রবল বর্ষণে ভাঙল সেতু, দুর্ভোগে বলরামপুরের পনেরোটি গ্রাম

প্রবল বর্ষণে ভাঙল সেতু, দুর্ভোগে বলরামপুরের পনেরোটি গ্রাম

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

প্রবল বৃষ্টির জেরে চরম বিপর্যয়ের মুখে বলরামপুরের পোনবাদ গ্রাম। স্থানীয় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় বলরামপুর সদরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন পোনবাদ সহ প্রায় ১৫টি গ্রামের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুর সদর, হাসপাতাল, স্কুল, কলেজ ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে সংযোগের জন্য এই সেতুটিই ছিল একমাত্র কার্যকর রাস্তাঘাটের পথ। সেতুটি ভেঙে পড়ায় এখন এলাকাবাসীকে প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। গড়গা, ভাঙিডি, শিরগি, পুড়ুডি, পোনবাদ এবং বাঘমুন্ডি ব্লকের একাধিক গ্রামের মানুষজন এই সেতুর উপর নির্ভরশীল ছিলেন।

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি আংশিক ভগ্ন অবস্থায় ছিল। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন সময়মতো মেরামতের কোনও পদক্ষেপ নেয়নি। ফলে প্রবল বর্ষণে নদীর জলস্ফীতি ঘটায় সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এর ফলে স্কুলপড়ুয়া থেকে শুরু করে রোগী পরিবহণ—সব ক্ষেত্রেই চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন গেঁড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনতা সহিস ও গেঁড়ুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছোটন সিং সর্দার। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভাঙা সেতুর ওপর দিয়ে পারাপার করতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একই সঙ্গে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত সেতু সংস্কারের বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তাঁরা।

স্থানীয়রা দাবি তুলেছেন, অবিলম্বে ভেঙে পড়া সেতুটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থার সুরাহা করা হোক।

Post Comment