insta logo
Loading ...
×

প্রত্যন্ত গ্রামে চমকে দিল খুদে বিজ্ঞানীরা

প্রত্যন্ত গ্রামে চমকে দিল খুদে বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা থেকে পরমাণুর গঠন, পুরুলিয়ার প্রত্যন্ত আড়শার সরকারি স্কুলে
চমকে দিল খুদে বিজ্ঞানীদের প্রদর্শনী। বুধবার পুরুলিয়ার আড়শা ব্লকের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের অষ্টম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত এই প্রদর্শনীতে শুধু বিজ্ঞান নয় সমাজের সঙ্গে জড়িয়ে থাকা বিষয় থেকে ইতিহাস, সবকিছুই মডেলের মাধ্যমে তুলে ধরলো ছাত্র-ছাত্রীরা। ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল। কারও মডেলে মাটির ঘরের দেওয়াল চিত্র ছিলো, কেউ আবার নিজের মডেলে রেখেছিল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা হয়ে ওঠে মডেলের বিষয়। আড়শা ব্লকের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা রীনা মুখোপাধ্যায় বলেন, ” মডেলগুলো ঠিকভাবে প্রদর্শনের জন্য সেভাবে সময় পায়নি ওরা। এই অল্প সময়েই তারা নিজেদের সেরাটা তুলে ধরেছে।”

পুরুলিয়া জেলার সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে দেওয়াল চিত্র। দেওয়াল চিত্র আঁকা কুঁড়ে ঘরের মডেল তৈরি করেছে সপ্তম শ্রেণির ছাত্রী মৌমিতা মুর্মু, রাখি রজক ও সোনালী কুমার।
বুধবার প্রদর্শনী দেখতে এসেছিলেন ওই স্কুলের চেয়ারম্যান তথা পুরুলিয়া সদর মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ। এসেছিলেন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক। তাঁদের কাছে দেওয়াল চিত্রের ইতিহাসও তুলে ধরে ওই ছাত্রীরা। মডেলটির ছবি নিজের মোবাইলে তুলে রাখেন ডি আই ম্যাডাম। ক্যামেরায় বন্দি করেন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক। দশম শ্রেণীর পড়ুয়া শ্রেয়া মিত্র ও কাজল মন্ডল তৈরি করে বাড়ির নোংরা জল সংরক্ষণ করে তা বিভিন্ন কাজে লাগানোর মডেল। তারা জানায়, রুখাশুখা জেলায় জলের যথেচ্ছ ব্যবহার করা যাবে না। এই কথা মাথায় রেখেই এই মডেল। প্রাচীন যুগের হরপ্পা সভ্যতা তৈরি করে সকলের চোখ টেনে নেয় পড়ুয়ারা।

তারা শিল্প বিপ্লব, সন্ত্রাসের রাজত্ব ফুটিয়ে তোলে মডেলে। সেইসঙ্গে মানব দেহ, অক্সিজেন পরমাণুর গঠন, সমতলে আলোর প্রতিফলন এগুলোও ছিল যথেষ্ট নজর কাড়া। মহকুমাশাসক বলেন, ” প্রত্যন্ত এলাকার হলেও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা যেভাবে কাজ করছেন তাতে এই স্কুলের মুখ উজ্জ্বল হয়েছে।” মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক মহুয়া বসাক জানান, ” স্টুডেন্ট উইক (২-৮ জানুয়ারি)-র মধ্যেই স্কুলের প্রতিষ্ঠা দিবসে এই প্রদর্শনী। এই শিক্ষা প্রতিষ্ঠান দেখে অন্যদের এগিয়ে যাওয়া উচিত।”

Post Comment