নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানায় শহিদ হয়েছেন ঝালদার বাসিন্দা আইবি অফিসার মনীশ রঞ্জন মিশ্র। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছে ঝালদা। তিনি পেহেলগাম হামলার তীব্র নিন্দা করলেও বলেছেন, “খেলা খেলার জায়গায় থাকুক। ভারত-পাকিস্তানের মধ্যে খেলা হওয়া উচিত। খেলাধুলা চলুক, সন্ত্রাস বন্ধ হোক।”
এই মন্তব্যেই রীতিমতো বিস্ফোরণ ঘটেছে শহিদ পরিবারের মনে। মনীশ মিশ্রর ভাই বিনীত রঞ্জন মিশ্রা বলেন, “যে দেশ সন্ত্রাস দমন করতে পারে না, যারা আমাদের প্রিয়জনকে হত্যা করে, সেই পাকিস্তানের সঙ্গে খেলার নামে বন্ধুত্ব ঠিক নয়। আমরা দাদাকে হারিয়েছি। যারা আজ খেলাকে সমর্থন করছেন, তাঁদের পরিবারের কেউ যদি শহিদ হতেন তাহলে কি তাঁরাও এক কথা বলতেন?”
শুধু শহিদ পরিবারই নয়, গোটা ঝালদায় ছড়িয়েছে ক্ষোভের সুর। মনীশের বন্ধু ও স্থানীয় বাসিন্দা মনোজ কুমার রুংটা বলেন, “আমরা চাই না পাকিস্তানের সঙ্গে কোনও খেলা হোক। চাই অপারেশন সিঁদুর পার্ট টু।”
যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে একদিকে তিনি হামলার প্রতিবাদ করেছেন, আবার অন্যদিকে ভারত-পাকিস্তান খেলার পক্ষে মত দিয়েছেন—তা নিয়েই সৃষ্টি হয়েছে দ্বৈত বার্তার বিতর্ক। ঝালদাবাসীর দাবি, এখন খেলার সময় নয়, দেশের স্বার্থে কড়া জবাব দেওয়ার সময়।
প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২৬ জন হিন্দু পর্যটক। বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে হামলা চালায় ভারত। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তানের সঙ্গে খেলা নয়। এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।











Post Comment