নিজস্ব প্রতিনিধি, বরাবাজার ও সাঁওতালডিহি:
পুরুলিয়ার বরাবাজার ও সাঁওতালডিহি থানায় পৃথক দুটি চুরির অভিযোগে মামলা রুজু হয়েছে। দুই ঘটনাতেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রথম ঘটনা বরাবাজার থানার অন্তর্গত সিন্দরি গ্রামে। অভিযোগকারীর নাম পদ্মলোচন মাহাতো। বানজোড়া গ্রামের ওই বাসিন্দা লিখিতভাবে জানান, সিন্দরি গ্রামে তার একটি বাড়ি রয়েছে। সেখানে তিনি ছাড়াও একটি পরিবার ও একজন শিক্ষক ভাড়াটিয়া হিসেবে থাকেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি সাময়িকভাবে সেখান থেকে গ্রামের বাড়িতে চলে আসেন।
গত ২১ জুন স্থানীয় সূত্রে তিনি জানতে পারেন, বাড়ির পেছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, মূল্যবান কাগজপত্র এবং সোনা-রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। এ বিষয়ে শনিবার বরাবাজার থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সাঁওতালডিহি তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসনে। ভুক্তভোগী সোমা ভট্টাচার্য্য নামের এক মহিলা কর্মী জানান, শুক্রবার দুপুরে বাগানের দিকের দরজাটি ভুলবশত সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। সেই সুযোগে দুষ্কৃতীরা ঘরের ভিতরে ঢুকে আলমারি থেকে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। তিনিও শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দুই থানাই পৃথকভাবে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, চোরদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Post Comment