নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
কয়েকদিন ধরে ভবঘুরে অবস্থায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বলরামপুর থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। মানবিক এই উদ্যোগের প্রশংসায় মুখর স্থানীয় মানুষজন।
ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ। প্রবল বর্ষণের মধ্যেই স্থানীয় এক বাসিন্দা পুলিশকে খবর দেন যে, বলরামপুর শহরের ডাক বাংলো এলাকার একটি ফাঁকা মাঠের ঝোপের মধ্যে এক বৃদ্ধা অসহায় অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান বলরামপুর থানার পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা।
স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিকটবর্তী একটি সরকারি শিশু উদ্যানে নিয়ে যাওয়া হয়। বৃষ্টিতে ভিজে যাওয়ায় তাঁর পোশাক পরিবর্তন করে নতুন বস্ত্র দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাদ্য ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রথমে তিনি নিজের পরিচয় বা ঠিকানা জানাতে না পারলেও কিছুক্ষণ পর জানান, তাঁর বাড়ি বালিগাড়া গ্রামে। এরপর পুরুলিয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃত্তিবাস মাহাতোর সহযোগিতায় পুলিশ যোগাযোগ করে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত বন বালিগাড়া গ্রামের তাঁর বাবার বাড়ির সদস্যদের সঙ্গে। সেখান থেকে পরে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।
অবশেষে দুপুর প্রায় ১টা নাগাদ বৃদ্ধার আত্মীয়রা বলরামপুর থানায় এসে তাঁকে নিয়ে যান। থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের এই মানবিক উদ্যোগে খুশি আত্মীয়স্বজনসহ সমগ্র এলাকাবাসী।







Post Comment