insta logo
Loading ...
×

পুলিশ কর্মীর বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ টামনায়

পুলিশ কর্মীর বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ টামনায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


বধূ নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধেই। রবিবার পুরুলিয়ার টামনা থানায় এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই মহিলার বিয়ে হয় ২০১৪ সালে। বর্তমানে দম্পতির দুটি সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পাঁচ বছর পর থেকেই স্বামী শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করতে শুরু করে।
নির্যাতন সহ্য করেও ওই মহিলা পুরুলিয়ার টামনা থানার বেলগুমা পুলিশ লাইন সংলগ্ন চাঁদমারিডাঙ্গায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ৩ অগাস্ট স্বামী দুই সন্তানসহ তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে অভিযুক্ত পুলিশ কর্মী পুরুলিয়া জেলা পুলিশের বেলগুমা পুলিশ লাইনে কর্মরত।

Post Comment