insta logo
Loading ...
×

পুলিশের জালে আন্তরাজ্য চোরাই বাইক পাচারকারী চক্র

পুলিশের জালে আন্তরাজ্য চোরাই বাইক পাচারকারী চক্র

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

চোরাই মোটর বাইক বাজেয়াপ্ত করে আন্তরাজ্য চোরাই তিন পাচারকারীকে গ্রেফতার করলো বান্দোয়ান থানার পুলিশ। শুক্রবার রাতে বান্দোয়ানের ঝাড়খণ্ড সীমানা এলাকায় বান্দোয়ানের – দুয়ারসিনি সড়কের মাংলা মোড় থেকে দুটি চোরাই মোটর বাইক উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিক্রম হো, সঞ্জয় সরেন, কারো মুর্মু। বিক্রমের বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভুম জেলার গোবিন্দপুর থানার দুখুডি গ্রামে। এবং বাকি দুজনের বাড়ি এমজিএম থানার গোবিন্দপুর গ্রামে। শনিবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে তাদের ৬ দিনের পুলিশ হেফাজত হয়। শুক্রবার রাতে বান্দোয়ান থানার পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর আসে ঝাড়খণ্ড থেকে দুয়ারসিনির দিকে চুরির মোটরবাইক নিয়ে কয়েকজন আসছে। ঘটনার খবর পাওয়ার পর বান্দোয়ান – দুয়ারসিনি সড়কের মাংলা মোড়ে নাকা তল্লাশি শুরু করে পুলিশ।আর সেখানেই দুটি মোটরবাইকে থাকা তিনজনকে আটক করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি মোটরবাইক আটক করা হয়। ওই গাড়ির কোন বৈধ নথি পত্র দেখাতে পারেনি ওই তিন যুবক। চোরাই মোটরবাইক গুলি বাজেয়াপ্ত করে তিন জনকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কী না এবং ওই মোটর বাইকগুলি কোথা থেকে চুরি করে নিয়ে আসা হয়েছিল তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ চলছে । গত চার বছর আগেও বান্দোয়ান এলাকায় বিপুলসংখ্যক চোরাই মোটর বাইক উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় চোরাই চক্রের মূল পাণ্ডা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের তদন্তকারীরা প্রাথমিক ভাবে জানতে পেরেছে, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে মোটরবাইক চুরির পর সেগুলি এনে বাংলা ঝাড়খণ্ড সীমানার প্রত্যন্ত গ্রামগুলিতে কম দামে বিক্রি করতো চোরাই চক্রের কারবারিরা। পুলিশ আশাবাদী ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো চোরাই মোটর বাইক উদ্ধার হতে পারে।

Post Comment