insta logo
Loading ...
×

পুরুলিয়া ২ ব্লকে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ,বরাত জোরে বাঁচলো পড়ুয়ারা

পুরুলিয়া ২ ব্লকে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ,বরাত জোরে বাঁচলো পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:


অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের একাংশ ভেঙে পড়লো
পুরুলিয়া ২ নম্বর ব্লকে। ওই ব্লকের ভাগাবাঁধ অঞ্চলের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার আচমকাই ছাদের একাংশ খসে পড়ে। এই সময় কেন্দ্রে উপস্থিত ছিল একাধিক খুদে পড়ুয়া। সৌভাগ্যবশত, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় শিশুরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কেন্দ্র চালু ছিল এবং শিশুদের খাওয়া-দাওয়া ও পাঠ চর্চার কাজ চলছিল। হঠাৎই ছাদের একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে। তবে ঘটনাস্থলে উপস্থিত কর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, বহুদিন ধরেই কেন্দ্রটির পরিকাঠামোগত অবস্থা বেহাল। কিন্তু বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
এই ঘটনার পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি দ্রুত কেন্দ্রটির মেরামতের দাবি জানিয়েছেন অভিভাবক ও গ্রামবাসীরা।

Post Comment