insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরে ফুটপাত-নর্দমা দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপে পুরসভা

পুরুলিয়া শহরে ফুটপাত-নর্দমা দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপে পুরসভা

সুইটি চন্দ্র,পুরুলিয়া:

শহর পুরুলিয়ার ফুটপাত ও নর্দমার উপরে বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরুলিয়া পুরসভা।
পুরপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত কিংবা নর্দমার উপরে যে কোনও ধরনের অবৈধ নির্মাণ কিংবা দখলদারি করলে তা সরাসরি ভেঙে ফেলা হবে। অভিযানের মাধ্যমে এই বেআইনি দখলদারি চিহ্নিত করে তা গুঁড়িয়ে দেওয়া হবে।
শুক্রবার আবারও মাইকিং করে তা জানিয়ে দেওয়া হয়।
পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিকবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার আর কোনও ছাড় নয়। শহরের জনসাধারণের স্বার্থে নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেব। নর্দমার উপরে অবৈধভাবে স্ল্যাব বসানো হলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”


তিনি আরও জানান, নর্দমাগুলির উপর অনাবশ্যক স্ল্যাব বসানোর ফলে সেগুলির নিয়মিত পরিচর্যা করা সম্ভব হচ্ছে না। যার জেরে পলিথিন, প্লাস্টিক, থার্মোকল, ডিসপোজেবল কাপ-থালা ইত্যাদি নর্দমায় জমে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।

এর প্রভাবেই গত কয়েকটি নিম্নচাপ ও ভারী বৃষ্টিতে শহরের একাধিক এলাকায় জল সমস্যা তৈরি হয়। প্লাবিত হয় সাধুডাঙ্গা ও দুলমি সহ বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। দুলমি এলাকায় বাড়ির ভিতর পর্যন্ত জল ঢুকে পড়ার ঘটনা ঘটার পরপরই পুরপ্রধান নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত নিকাশি পরিষ্কারের উদ্যোগ নেন। সেই ঘটনার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এমনকি স্থানীয়দের একাংশ রাস্তায় নেমে অবরোধও করেন।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে সুনির্দিষ্ট পরিমাপ ছাড়া নর্দমার উপরে কোনও স্ল্যাব বসানোর অনুমতি দেওয়া হবে না। জনস্বার্থে ও শহরের পরিকাঠামো রক্ষায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করছে পুরসভা।

Post Comment