নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ট্রেন পেরিয়ে যাওয়ার পর লেভেলক্রসিং গেট তোলার সময় আচমকা ভেঙে পড়লো রেলগেটের একটি অংশ।বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সাধারণ মানুষ। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া -কোটশিলা রেলপথের গোশালা রেল গেটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , শনিবার বিকালে গৌরীনাথথাম থেকে পুরুলিয়া দিকে ট্রেন আসার সময় রেলগেটটি বন্ধ করা হয়েছিল। ট্রেন পার হওয়ার পর রেলগেটটি তোলার সময় বিপত্তি ঘটে । আচমকা ভেঙে পড়ে লেভেলক্রসিং-র একটি গেট। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সাময়িক ভাবে যানজট সৃষ্টি হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় জিআরপি কর্মীরা। গেট সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। হতাহতের কোন খবর নেই।
Post Comment