নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বাড়ির পরিত্যক্ত কুয়ো থেকে এক মহিলার দেহ উদ্ধার করলো পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার ঘোঙা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম রাত্রি দেবী ওরফে গুড়িয়া। (২৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে পুরুলিয়া মফস্বল থানার ঘোঙা গ্রাম পঞ্চায়েতের পাড়েরডি গ্রামের রাধাগোবিন্দ পান্ডের সাথে বিয়ে হয় ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার রাত্রি দেবীর। তাদের দুটি সন্তান রয়েছে। গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে এক পরিত্যক্ত কুয়োতে দেহটি ভাসতে দেখেন তারা। খবর দেওয়া হয় পুরুলিয়া মফস্বল থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠান পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।
Post Comment