নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত আরও ২ জন।
সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া -বরাকর রাজ্য সড়কের উপর ডুমুরডি এলাকায়। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত সহিস। তার বাড়ি পাড়া থানার পলাশকুড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় একটি বাইকে করে যাচ্ছিলেন লক্ষ্মীকান্ত সহিস। এক
আরোহীকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
পুরুলিয়া -বরাকর রাজ্য সড়কের উপর ডুমুরডি এলাকায় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গেই তিন জনেই রাস্তার উপর লুটিয়ে পড়েন। স্থানীয় সিভিক ভলান্টিয়াররা দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে যান কুস্তাউর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক লক্ষ্মীকান্ত সহিসকে মৃত বলে ঘোষণা করেন। অপর ওই দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।









Post Comment