নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও নতুন চাকরিপ্রার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ ঘিরে ফের উত্তাল পুরুলিয়া। বুধবার জেলার শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন এসএলএসটি ফ্রেশার প্রার্থীরা। সকাল থেকেই জেলা শিক্ষা দপ্তরের গেটে জমায়েত হয়ে মিছিল। পরে সেখানেই অবস্থান বিক্ষোভে সামিল হন তারা।
ফ্রেশার চাকরিপ্রার্থীদের অভিযোগ, পরীক্ষায় ৭০-এর মধ্যে পূর্ণ ৭০ নম্বর পেলেও তাদের ডাক আসছে না।
অন্যদিকে ‘অভিজ্ঞতা’ শিরোনামে প্রাক্তন চাকরিপ্রার্থীদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। নতুনরা দাবি করেছেন—এটি স্পষ্ট বৈষম্য, এবং একই পরীক্ষায় বসা সকল প্রার্থীর জন্য সমান মানদণ্ড প্রযোজ্য হওয়া দরকার। এরই পাশাপাশি তারা জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের হাতে নিজেদের দাবিদাওয়ার ভিত্তিতে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দেন। দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ফ্রেশার প্রার্থীরা। নয়নতারা মাহাতো নামে এক আন্দোলনকারী বলেন,“ “আমরা পরীক্ষা দিয়েছি, যোগ্য নম্বর পেয়েছি। তারপরও ডাক পাচ্ছি না। অভিজ্ঞতার নামে বাড়তি নম্বর দিয়ে আমাদের মতো নতুন প্রার্থীদের অন্যায়ভাবে পিছনে ফেলা হচ্ছে। আমরা শুধু সমান সুযোগ চাই।”










Post Comment