নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শনিবার পুরুলিয়ায় আকাশ ছিল পরিষ্কার। সারাদিনে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। কৃষি দফতরের তথ্য অনুযায়ী, এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। দিনভর হালকা গরমের সঙ্গে শুকনো বাতাস বইতে থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতার তেমন প্রভাব অনুভূত হয়নি।
সকাল ও রাতের দিকে তাপমাত্রা কমে যাওয়ায় অনেক জায়গায় হালকা শীতের আভাস মিলেছে। গ্রামাঞ্চলে সকালবেলা মাঠের ঘাসে শিশিরবিন্দু দেখা গেছে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে এবং দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের কাউন্টডাউন শুরু হয়েছে। পরবর্তী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
দিনের বেলা রোদের তেজ থাকলেও বিকেলের পর হালকা শীতল বাতাসে আরামদায়ক আবহাওয়া বিরাজ করেছে পুরুলিয়া জুড়ে।











Post Comment