insta logo
Loading ...
×

পুরুলিয়ার পদক বৃষ্টি রাজ্য জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে

পুরুলিয়ার পদক বৃষ্টি রাজ্য জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :

রাজ্য জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে পদক বৃষ্টি পুরুলিয়া জেলার জিমন্যাস্টদের। শনিবার ও রবিবার সল্টলেকের SAI কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘অ্যাক্রোবেটিকস অ্যান্ড অ্যারোবিকস স্টেট চ্যাম্পিয়নশিপ (২৫-২৬)’ ও তার সঙ্গে ‘ন্যাশনাল সিলেকশন ট্রায়াল’। সেখানেই নজর কাড়লেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিকস অ্যাসোসিয়েশনের (PDGA) প্রতিযোগীরা।

জেলাভিত্তিক দল থেকে অংশ নিয়েছিলেন ১৭ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে আট জন বিভিন্ন বিভাগে পদক জিতে নিয়েছেন। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা সুযোগ পেয়েছেন জাতীয় স্তরের আসরে অংশ নেওয়ার — যা আগামী ৭ থেকে ১০ অগস্ট দেরাদুনে অনুষ্ঠিত হতে চলেছে।

সেরা পারফরমারদের তালিকায় রয়েছেন:

  • সিনিয়র মেন্স পেয়ারে — বিনয় বাউরি ও ইরফান আনসারী, প্রথম।
  • ইউথ ওমেন্স পেয়ারে — প্রীতি রাজোয়াড় ও অনু রাজোয়াড়, দ্বিতীয়।
  • প্রি-ইউথ ওমেন্স পেয়ারে — তিথি গরাঁই ও শ্রাবণী বাউরী, দ্বিতীয়।
  • প্রি-ইউথ মেন্স পেয়ারে — অভ্রদীপ অধিকারী ও সৌরভ রাজোয়াড়, তৃতীয়।

সংস্থার তরফে জানানো হয়েছে, PDGA-এর ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত সংখ্যক পদক এবং জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র মিলল। বিশেষ করে ছাত্রীদের মধ্যে এই প্রথমবার একসঙ্গে চার জন জাতীয় মঞ্চে যাওয়ার সুযোগ পেলেন — যা জেলা ক্রীড়াঙ্গনের কাছে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

দলের ম্যানেজার-কাম-অফিশিয়াল ছিলেন এবাদুল হক হালদার ময়না। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ইকরাম উদ্দিন খান। গোটা প্রতিযোগিতা জুড়ে দলের পাশে ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম দাস।

Post Comment