insta logo
Loading ...
×

পুরুলিয়ার কার্নিভালে কি বাদ সাধবে বৃষ্টি? লক্ষ্মী পূজায় কেমন থাকবে আবহাওয়া?

পুরুলিয়ার কার্নিভালে কি বাদ সাধবে বৃষ্টি? লক্ষ্মী পূজায় কেমন থাকবে আবহাওয়া?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আজ শনিবার সন্ধ্যায় পুরুলিয়ার রাস্তায় নামছে এক রঙিন মিছিল—পুজো কার্নিভাল। আলোকসজ্জায় সাজানো শহর জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু চোখ আকাশের দিকেও। কারণ, নবমী থেকেই খেল দেখাচ্ছে বৃষ্টি। উৎসবের আনন্দে ছন্দপতনের আশঙ্কা থেকেই যাচ্ছে।

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে খবর, এবার কার্নিভালে অংশ নিচ্ছে ১৫টি পুজো কমিটি। সংখ্যায় গতবারের চেয়ে বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজোগুলির উদ্বোধন করেছিলেন, সেই পুজোগুলির মধ্যে বিশ্ব বাংলা শারদ সম্মান পাওয়া কমিটিগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি পুজোও শোভাযাত্রায় অংশ নেবে।

পুরুলিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাধারণ প্রশাসন, পুলিশ, পিডব্লিউডি, দমকল, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ—সব দপ্তরই উৎসব সফল করতে ঝাঁপিয়ে পড়েছে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জানান, “জেলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, ধুনুচি নাচ, নৃত্য প্রদর্শনী—সব মিলিয়ে হবে এক প্রাণবন্ত বিকেল পুরুলিয়ার কার্নিভালকে প্রতি বছরই উৎসবের আমেজে ভরিয়ে তোলে। এবছরও তার ব্যতিক্রম হবে না।।”

তবে আনন্দের এই আবহে খানিকটা চিন্তার ভাঁজ পড়েছে আবহাওয়া নিয়ে।

শুক্রবার একাদশীর দিনেও পুরুলিয়া জেলাজুড়ে সকালের দিকটা ছিল মেঘলা ও আর্দ্র। দুপুর গড়াতেই বেশ কিছু ব্লকে শুরু হয় রিমঝিম বৃষ্টি। কোথাও তা ক্ষণিকের, কোথাও আবার টানা এক থেকে দেড় ঘণ্টা ধরে চলে। জেলা প্রশাসনের বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী, ৩ অক্টোবর পুরুলিয়ার গড় বৃষ্টিপাত ছিল প্রায় ১২.৮ মিলিমিটার।

সবচেয়ে বেশি বৃষ্টি নথিভুক্ত হয়েছে হুড়ায় ৩২ মিলিমিটার ও মানবাজারে ২৮ মিলিমিটার। তার পরেই রয়েছে পুঞ্চা ২৪.৪ মিলিমিটার, কাশিপুর ১৭.২ মিলিমিটার এবং পাড়া ১৬.৮ মিলিমিটার। তুলনামূলক কম বৃষ্টি হয়েছে জয়পুরে ১.৪ মিলিমিটার, বাঘমুন্ডিতে ১.২ মিলিমিটার ও নিতুড়িয়ায় ৬ মিলিমিটার। শহর পুরুলিয়ায় ও শহরতলীর বৃষ্টি ছিল ৭.৬ মিলিমিটার।

তাপমাত্রায় তেমন হেরফের না হলেও আর্দ্রতা ছিল প্রবল। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সন্ধ্যার দিকে খানিকটা অস্বস্তি তৈরি করে। আবহাওয়া দফতরের মতে, এই বৃষ্টি মূলত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর শেষ পর্যায়ের সক্রিয়তার ফল। বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে শুক্রবার দিনভর পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্তবর্তী অঞ্চলে আর্দ্র বায়ু টেনে আনে।

তবে আজ শনিবারের কার্নিভাল ঘিরে উদ্বেগ থেকেই যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পূর্বাভাস কার্নিভালের প্রস্তুতিতে রেখে গেছে খানিকটা শঙ্কার ছায়া। এখন পুরুলিয়া শহরের চোখ আকাশে, মেঘ কি সরে গিয়ে আলোর মিছিলকে স্বাগত জানাবে?

অন্যদিকে, আগামী সোমবার কোজাগরী লক্ষ্মী পূজার দিনেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর শেষ টান এবং বঙ্গোপসাগরের আর্দ্রতা মিলে এক-দু’দফা হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। ফলে দেবী লক্ষ্মীর আরাধনায় তেমন কোনও বাধা পড়বে না বলেই আশা।

Post Comment