insta logo
Loading ...
×

পুরুলিয়ায় স্বাধীনতা দিবস র*ক্তাক্ত! জমি বেনিয়মে ‘বিচার’ না পেয়ে জেলাশাসকের দপ্তরেই আ*ত্মহ*ত্যার চেষ্টা শিল্পপতির

পুরুলিয়ায় স্বাধীনতা দিবস র*ক্তাক্ত! জমি বেনিয়মে ‘বিচার’ না পেয়ে জেলাশাসকের দপ্তরেই আ*ত্মহ*ত্যার চেষ্টা শিল্পপতির

সুইটি চন্দ্র, পুরুলিয়া:


স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন জেলাশাসকের দপ্তর চত্বরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। জেলার এক শিল্পপতি দীনেশ আগারওয়াল হঠাৎই সেখানে এসে আত্মহত্যার চেষ্টা করেন। ধারালো ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় অনুষ্ঠানস্থলে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিল্পপতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ বেঁধেই তিনি পুনরায় জেলাশাসকের দপ্তরে উপস্থিত হন।

অভিযোগের সুরে দীনেশ আগারওয়াল জানান, জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ব্যাপক দুর্নীতি চলছে। তার ব্যক্তিগত জমি অবৈধভাবে ‘ভেস্টেড জমি’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ফলে তিনি বড়সড় ক্ষতির মুখে পড়েছেন। এই অভিযোগ নিয়ে বহুবার জেলাশাসকের দপ্তরে এলেও তার সঙ্গে সাক্ষাৎ মেলেনি। তাই শেষ অবলম্বন হিসাবে স্বাধীনতা দিবসের দিনই রক্ত দিয়ে বিচার চাওয়ার পথে হাঁটেন তিনি।

Post Comment