নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
প্রান্তিক পুরুলিয়ায় সাড়ম্বরে নবী উৎসব পালন হলো।
এই উৎসব উপলক্ষ্যে শুক্রবার পুরুলিয়া শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। পুরুলিয়া শহরের বিভিন্ন মসজিদ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় শামিল হন।

পুরুলিয়া শহরের এমএসএ ময়দান সংলগ্ন মাঠে জমায়েত হয়ে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয়। তারপর শহর পরিক্রমা করে। এই উৎসবে ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়ে শামিল হলেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ঈদে মিলাদ-উল-নবী শুধু মুসলিম সমাজের উৎসব নয়। এটি ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। পুরুলিয়ার মানুষ সব ধর্মকে একসূত্রে বেঁধে উৎসব পালন করে আসছেন। এটাই বাংলার প্রকৃত সংস্কৃতি।”











Post Comment