নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজ্যের অন্যান্য জেলার মতো পুরুলিয়াতেও শুরু হয়েছে বর্ণময় ও বর্ণাঢ্য উদযাপন। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল কেন্দ্রস্থল ছিল পুঞ্চার কৃষক বাজার। ব্লক স্তরে অনুষ্ঠান আয়োজিত হয়েছে বান্দোয়ান ও সাঁতুড়িতে—যথাক্রমে বান্দোয়ান মুক্তমঞ্চ ও সাঁতুড়ির ঢেকশিলা স্কুল ময়দানে।

উল্লেখ্য, ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হলেও আদিবাসীদের সংস্কৃতি, ক্রীড়া ও সমাজিক অবদানকে তুলে ধরতে এই উৎসব ১০ আগস্ট পর্যন্ত চলবে। ৯ তারিখে সংহতির বার্তা বহন করতে বিশেষভাবে উদযাপিত হবে রাখীবন্ধন অনুষ্ঠান।

জেলার ও ব্লকের অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা স্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলাশাসক রজত নন্দা, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও আদিবাসী নেতা গুরুপদ টুডু।

মন্ত্রী সন্ধ্যারানী টুডু জানান, “৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হলেও আদিবাসী সমাজের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক অবদানকে সামনে আনতেই এই উৎসব চার দিন ধরে পালিত হচ্ছে।”
বর্ণাঢ্য সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন :
চারদিনব্যাপী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত হচ্ছে:
🌟সাংস্কৃতিক অনুষ্ঠান
🌟তীরন্দাজি ও ফুটবল টুর্নামেন্ট (সাঁতুড়ি, পুঞ্চা ও বান্দোয়ানে)
🌟প্রবন্ধ ও আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা
🌟ধামসা ও মাদল বিতরণ
🌟হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয়
🌟সরকারি পরিষেবা কেন্দ্র ও বাংলা সহায়তা কাউন্টার
🌟‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের পরিষেবা
🌟আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবীদের সংবর্ধনা
পুঞ্চায় জেলা স্তরের অনুষ্ঠানে ছিল সরকারি বিভিন্ন দপ্তরের স্টল, হস্তশিল্পের প্রদর্শনী, খাদ্য সামগ্রীর কাউন্টার এবং সচেতনতামূলক প্রদর্শনী।
আদিবাসী ঐতিহ্যকে আরও জোরদারভাবে সামনে আনতেই এবারের এই উৎসবকে বহুস্তরীয় করে তোলা হয়েছে। প্রশাসনের তরফে আশা করা হচ্ছে, এই উদ্যোগ আগামী প্রজন্মকে আদিবাসী সমাজ সম্পর্কে আরও সচেতন করে তুলবে।










Post Comment