insta logo
Loading ...
×

পুরুলিয়ায় ভারী বর্ষণ, ঝালদায় সর্বোচ্চ বৃষ্টি

পুরুলিয়ায় ভারী বর্ষণ, ঝালদায় সর্বোচ্চ বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

গত ২৪ ঘণ্টায় একটানা বৃষ্টিতে ভিজল পুরুলিয়া জেলা। জেলার বিভিন্ন ব্লকে বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও ১০০ মিমি ছাড়িয়েছে। সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে ঝালদা (১১০.৮ মিমি), বাঘমুন্ডি (৮২.২ মিমি) এবং জয়পুরে (৫৮.৪ মিমি)।

জেলার ১৩টি ব্লকের গড় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫.৮৩ মিলিমিটার। বৃষ্টির জেরে বিভিন্ন নিচু এলাকায় জল জমে গেছে। কিছু গ্রামীণ রাস্তা এবং খেত জলমগ্ন হওয়ার খবর মিলেছে। তবে এখনও পর্যন্ত বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ব্লকভিত্তিক বৃষ্টির পরিমাণ (মিমি):
ঝালদা – ১১০.৮
বাঘমুন্ডি – ৮২.২
নিতুড়িয়া – ৬৬.০
সাঁতুড়ি – ৬০.০
জয়পুর – ৫৮.৪
কাশীপুর – ৫৭.২
পুঞ্চা – ৫০.৬
হুড়া – ৫০.২
হাতোয়াড়া – ৪৬.৪
বলরামপুর – ৪১.২
মানবাজার – ৩৫.০
পাড়া – ৩৪.৮
বরাবাজার – ৩৩.০

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।

পয়লা জুন থেকে ১০ জুলাই অবধি জেলায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৪৯.১৯ মিমি। সেখানে এবছর বৃষ্টি হয়েছে ৭৫৪.৫৯ মিমি। ১১৬ শতাংশ বেশি।

Post Comment