নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চলছেই পুরুলিয়ায়। তিনটি পৃথক ঘটনায় তিন থানা এলাকা থেকে বেআইনি মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দুলাল মোদক, মিলন গোপ, নিতাই গোপ। দুলালের বাড়ি টামনার চাকলতোড় গ্রামে। মিলন থাকে মফস্বল থানার চাকিরবনে। নিতাইয়ের বাড়ি বলরামপুর থানার দিপুটাড় গ্রামে। তাদের কাছ থেকে মোট ১৭ লিটার চোলাই ও ২০ বোতল দেশি মদ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধৃতদের মধ্যে সকলকেই পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ নিজেই স্বতঃপ্রনোদিত মামলা রুজু করে।
রাতে চাকুল তোর মোড়ে গ্রেপ্তার হয় দুলাল মাদক। একেবারে হাতেনাতে মদ বিক্রি করার সময় পুলিশ তাকে পাকড়াও করে। একইভাবে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মিলন গোপের বাড়িতে হানা দিয়ে একেবারে মদের আসর থেকে তাকে হাতেনাতে ধরে। সেই সঙ্গে বলরামপুরের দিপুটার গ্রামের চা দোকানের আড়ালে মদের কারবার করছিল নিতাই গোপ।
Post Comment