নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
সেপ্টেম্বরের প্রথম দিনেই পুরুলিয়ায় বৃষ্টির দাপট ফের চরমে। সোমবার জেলায় একাধিক জায়গায় অঝোরে বৃষ্টি নামল। কৃষি দফতরের হিসাবে, জেলার ১৩টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে পুঞ্চায় সর্বাধিক ৬২.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। সাঁতুড়িতেও ৫৫.৮ মিলিমিটার এবং জয়পুরে ৫২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাড়া (৫০.৪ মিমি), কাশীপুর (৪০.৪ মিমি), নিতুড়িয়া (৩৮.৮ মিমি), হুড়ার (৪৪.২ মিমি) মতো একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া ঝালদায় ১৩.৭ মি.মি. বাঘমুণ্ডিতে ৪.২ মি.মি., মানবাজারে ৩০.০ মি.মি.বলরামপুরে ১১.৪ মি.মি., বরাবাজারে ২৫.০ মি.মি. ও হাতোয়াড়ায়
৩৫.৫ মি.মি. বৃষ্টি হয়েছে
সব মিলিয়ে সোমবার জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ৩৫.৭৪ মিলিমিটার। আগের কয়েকদিনে বৃষ্টির অভাব থাকলেও, সোমবার রাতের এই অঝোর বৃষ্টি জলে পরিপূর্ণ করেছে এলাকাগুলি।
সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারও পুরুলিয়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










Post Comment