insta logo
Loading ...
×

পুরুলিয়ায় বৃষ্টির দাপট জারি হলুদ সতর্কতা

পুরুলিয়ায় বৃষ্টির দাপট জারি হলুদ সতর্কতা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

টানা কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পরে শুক্রবার পুরুলিয়া জেলার বেশিরভাগ ব্লকেই বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। জেলার গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৩.২৫ মিমি, যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম।

এই দিনে জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালদায়—৪৮.৪ মিমি। দ্বিতীয় স্থানে রয়েছে জয়পুর, যেখানে বৃষ্টির পরিমাণ ছিল ৩৪.৮ মিমি। পুঞ্চা ও হুড়া ব্লকে বৃষ্টিপাত হয়েছে—যথাক্রমে ২০.২ এবং ২০.৪ মিমি।

অন্যদিকে, বাঘমুন্ডি (৩.২ মিমি), নিতুড়িয়া (১.৬ মিমি) এবং সাঁতুড়ি (মাত্র ১.০ মিমি) ব্লকে বৃষ্টির দেখা প্রায় মেলেনি বললেই চলে। অন্যান্য এলাকায় বৃষ্টি রেকর্ডভুক্ত হয়নি।

জেলার আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি অক্ষরেখা সামান্য উত্তর দিকে সরায় বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে। তবে আগামী ১৪ তারিখ পুরুলিয়া জুড়ে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

Post Comment