insta logo
Loading ...
×

পুরুলিয়ায় বৃষ্টির দাপট, কাশিপুরে সবেচেয়ে বেশি বর্ষণ, আসছে নিম্নচাপ?

পুরুলিয়ায় বৃষ্টির দাপট, কাশিপুরে সবেচেয়ে বেশি বর্ষণ, আসছে নিম্নচাপ?

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

বৃষ্টিতে ভিজল পুরুলিয়া জেলা। শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি নথিভুক্ত হয়েছে। কোথাও কোথাও বর্ষণ হয়েছে ভারি। জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশিপুরে — ১০৯.৪ মিমি। তালিকায় পরের স্থানে রয়েছে নিতুড়িয়া। এখানে বৃষ্টি হয়েছে ৭৫ মিমি।

অন্যদিকে, ঝালদা ও সাঁতুড়িতেও বৃষ্টি যথেষ্ট নজরে পড়ার মতো — ২৫.৬ মিমি। জয়পুর (১৬.৮ মিমি), পুঞ্চা (১৪.৬ মিমি), হাতোয়াড়া (১২.২ মিমি), পাড়ায় (১২.৪ মিমি) বৃষ্টি হয়েছে গড়পড়তা হারে। বাঘমুণ্ডি (৮.৬ মিমি), হুড়ার (৪.২ মিমি) মতো জায়গায় বৃষ্টি কম হয়েছে।

জেলার গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৩.৫৫ মিমি। এদিনের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়ে উঠছে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দিনগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Post Comment