নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
পুরুলিয়া জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অধিকাংশ ব্লকেই বৃষ্টির দেখা মেলেনি। জেলার ১৪টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে মাত্র ৭টি কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩.৫৫ মিলিমিটার।
সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পাড়া ব্লকে—সেখানে রেকর্ড করা হয়েছে ১৫.৬ মিমি। দ্বিতীয় স্থানে রয়েছে হাতোয়াড়া, এখানে ৯.২ মিমি বৃষ্টি হয়েছে। মানবাজারে ৯.০ মিমি বৃষ্টিপাত হয়েছে। পুঞ্চা ও বাঘমুন্ডিতে বৃষ্টির পরিমাণ যথাক্রমে ৭.২ মিমি ও ৩.২ মিমি। বরাবাজারে মাত্র ২.০ মিমি বৃষ্টি হয়েছে। বাকি সাতটি এলাকায় কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল লক্ষ্যণীয়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










Post Comment