নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
নিম্নচাপের হাত ধরে আবার দক্ষিণবঙ্গে তুমুল সক্রিয় বর্ষা । বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি ১১টি জেলায় বজায় রয়েছে হলুদ সতর্কতা।
আবহবিদদের মতে, রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দু’দিন ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ ও হালকা ঝড়ের সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।
পুরুলিয়া জেলায় বুধবার তুলনামূলকভাবে কম বৃষ্টি হলেও ঝালদায় রেকর্ড হয়েছে সর্বাধিক ১৫.৬ মিমি। মানবাজারে ৬.২ মিমি, বরাবাজারে ৪.০ মিমি এবং হাতোয়াড়ায় ০.৩ মিমি বৃষ্টিপাত হয়েছে। জেলার ৯টি পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টির পরিমাণ ছিল শূন্য। সব মিলিয়ে জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায় মাত্র ২.০১ মিমি।
তাপমাত্রাও ছিল তুলনামূলকভাবে বেশি—সর্বোচ্চ ৩৫.৯°সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৫°সেলসিয়াস। তার সঙ্গে আর্দ্রতা জনিত তুমুল অস্বস্তি।











Post Comment