insta logo
Loading ...
×

পুরুলিয়ায় প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন

পুরুলিয়ায় প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন

সুজয় দত্ত, পুরুলিয়া :

📍 নদী-কালভার্ট পরিস্থিতি:

  • মানবাজার ২ ব্লকের বোরো থানার আঁকরো-রঘুনাথপুর রাস্তায় কালভার্ট ডুবে গেছে।
  • টটকো নদী সহ যমুনা, কুমারী, নেঙসাই নদী ফুলে ফেঁপে উঠেছে।
  • বান্দু, শোভা, দ্বারকেশ্বর, শিলাবতি, কাঁসাই ও সুবর্ণরেখার জলস্তরও বাড়ছে। 🌧️ বৃষ্টিপাত:
  • বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গড় বৃষ্টিপাত: ১৪৩.২ মিমি।
  • সর্বোচ্চ বৃষ্টি: বাঘমুন্ডি ব্লকে ২৭১ মিমি।

⚠️ দুর্ঘটনা:

  • বৃহস্পতিবার সকাল ৯টা: নেঙসাই নদীতে হড়পা বানে ভেসে গেলেন এক বৃদ্ধ (বরাবাজার থানার বাল্লার ঘাট)।
  • সন্ধ্যা পর্যন্ত ওই বৃদ্ধের খোঁজ মেলেনি, বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালাচ্ছে। 🛣️ সড়ক যোগাযোগে প্রভাব:
  • বরাবাজার-মানবাজার সড়ক বন্ধ করে দেয় পুলিশ।
  • যানবাহন ঘুরপথে: হুল্লুং মোড় → শাঁখারি বাইপাস।
  • বান্দোয়ান-ঝিলিমিলি সড়কে কুইলাপাল সেতুর ওপর জল বইছে, সড়ক বন্ধ।
  • আড়শার বেলডি সেতুতে ফাটল ধরা পড়ায় ব্যারিকেড। 🚔 নিরাপত্তা ব্যবস্থা:
  • জেলার কজওয়েগুলির উপর দিয়ে জল বইছে—সেখানে সিভিক ভলান্টিয়ার মোতায়েন।
  • দুর্ঘটনা রুখতেই পদক্ষেপ জেলা পুলিশের।

🏚️ ঘরবাড়ির ক্ষয়ক্ষতি:

  • পুরুলিয়া ১, আড়শা, বলরামপুর ও হুড়ায় বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে।
  • ১৮২টি কাঁচা বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত, ৩টি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুদীপ পাল।

🏫 ত্রাণ শিবির:

  • সাধুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে।
  • প্রায় ৫০ জন সেখানে আশ্রয় নিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছে পুরসভা।
  • পুরপ্রধান নবেন্দু মাহালি নিজে বিষয়টি নজরে রাখছেন। 🚧 রেল অব্যবস্থার অভিযোগ:
  • শহরের জমা জল বেরোত রেল লাইনের নিচের পুরনো কালভার্ট দিয়ে—রেল তা বন্ধ করে দিয়েছে।
  • আরেকটি কালভার্ট নির্মীয়মান।
  • নতুন কালভার্টের পাইপ সরু হওয়ায় জল নামছে না।
  • পুরপ্রধান রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন, ব্যবস্থা নেওয়া হয়নি। 🚉 রেলের তৎপরতা:
  • পরিস্থিতি দেখতে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন থেকে বোকারো অফিসাররা আসেন।
  • পরিদর্শনে ছিলেন সদর মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ।

Post Comment