insta logo
Loading ...
×

পুরুলিয়ায় তীব্র গরমে বিদ্যালয়ে অসুস্থ ছাত্রী, নাক থেকে রক্তপাত

পুরুলিয়ায় তীব্র গরমে বিদ্যালয়ে অসুস্থ ছাত্রী, নাক থেকে রক্তপাত

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

পুরুলিয়ার চেপড়ি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র গরমের কারণে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ল। মঙ্গলবার দুপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী আলিমা খাতুন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং নাক থেকে রক্তপাত শুরু হয়।

পুরুলিয়া সদর ২ নম্বর চক্রের অন্তর্গত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতদল চট্টোপাধ্যায় জানান, “অত্যধিক গরমে আলিমা আচমকা অস্বস্তি বোধ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার নাক থেকে রক্ত বের হতে থাকে। আমরা সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করি এবং তার অভিভাবককে ডেকে বাড়ি পাঠিয়ে দিই।”

বাংলার পশ্চিমতম এই জেলায় গ্রীষ্মের প্রকোপ বিগত কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছিল। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস, তবে উচ্চমাত্রার আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়দের অভিযোগ, এমন গরমে ছোট ছোট শিশুদের স্কুলে দীর্ঘ সময় ধরে বসে থাকা মারাত্মক ঝুঁকির হতে পারে। প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নির্দেশ না এলেও, অনেক অভিভাবকই শিশুদের স্কুলে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

এমনিতেই এপ্রিল, মে, জুন এই তিন মাস পুরুলিয়া জেলায় মর্নিং স্কুলের ট্র‍্যাডিশন ছিলো। এবছরই নজিরবিহীন ভাবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্দেশকে প্রত্যাহার করতে বাধ্য করে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Post Comment