insta logo
Loading ...
×

পুরুলিয়ায় ঝটিকা সফরে মহাভারতের দ্রৌপদী

পুরুলিয়ায় ঝটিকা সফরে মহাভারতের দ্রৌপদী

নিজস্ব প্রতিনিধি , ঝালদা :

অসমুদ্র হিমাচল চেনে তাঁকে মহাভারতের দ্রৌপদী বলে। সেই বর্ষীয়ান অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি রবিবার আচমকাই পৌঁছে গেলেন ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাঁর হঠাৎ আগমন দেখে চমকে যান রোগী থেকে শুরু করে তাঁদের আত্মীয়রা।

স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন রূপা। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তবে সাংবাদিকদের মুখোমুখি না হয়েই তিনি সেখান থেকে বেরিয়ে যান।

পুরুলিয়া জেলা যুব মোর্চার সভাপতি রহিদাস মাহাতো জানিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্পে তৈরি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো পরিদর্শনের কর্মসূচি চলছে। ঝালদার এই স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার পর রূপা গাঙ্গুলি সেই রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবেন।

এদিন স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগার ও নবনির্মিত ভবন বন্ধ থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর সফরে সঙ্গে ছিলেন জেলা সভাপতি শঙ্কর মাহাতো, বাঘমুন্ডি এক নম্বর মণ্ডল সভাপতি সঞ্জয় সিংহ দেও, ঝালদা শহর মণ্ডল সভাপতি মৌসুমী ব্যানার্জী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Post Comment