insta logo
Loading ...
×

পুরুলিয়ায় অঝোরে বর্ষণ, নিতুড়িয়া-কাশীপুরে একশো ছাড়াল বৃষ্টি

পুরুলিয়ায় অঝোরে বর্ষণ, নিতুড়িয়া-কাশীপুরে একশো ছাড়াল বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

এক দিনের বিরতির নিয়ে বুধবার ফের চাঙ্গা বর্ষা। পুরুলিয়া জেলার অধিকাংশ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও সেই বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটারের গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নিতুড়িয়ায়—১২২ মিলিমিটার। কাশীপুরেও বৃষ্টি হয়েছে ১০৪.৮ মিমি। পাশাপাশি সাঁতুড়ি (১০৫.২ মিমি) ও পাড়ায় (৭৫.৮ মিমি) বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি।

হাতোয়াড়া, বাঘমুণ্ডি, মানবাজার, ঝালদা, হুড়া সহ কয়েকটি এলাকাতেও বৃষ্টির পরিমাণ ছিল ২০ মিলিমিটার বা তার বেশি। তবে তুলনায় কম বৃষ্টি হয়েছে জয়পুর (৮.৬ মিমি), পুঞ্চা (১৬.০ মিমি) এবং বরাবাজারে (১৪.২ মিমি)।

আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও পূর্ব-মৌসুমি ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টিপাত হয়েছে। বুধবার জেলাজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬.৭৪ মিলিমিটার।

তবে এই ভারী বৃষ্টির মধ্যেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি।

লা নিনার প্রভাবে এবছর বৃষ্টি বেশি হবে বলে আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। ৩১ জুলাই পর্যন্ত জেলায় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৫৫৭. ৪০ মিমি। সেখানে এবছর ৩১ জুলাই পর্যন্ত ১০৪৯.৫৫ মিমি বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৯০.৩০ শতাংশ বেশি।

Post Comment