নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
নতুন করে গড়ে তোলা হচ্ছে গ্রামের শিব মন্দির। গড়ে তোলা হচ্ছে দুর্গা মন্দিরও। সেই লক্ষ্যে ভূমিপূজা ‘অনুষ্ঠিত হল পুঞ্চার নপাড়া গ্রামে। শুক্রবার, শিবমন্দির ও দুর্গা মন্দির পুনঃনির্মাণ কল্পে এই ‘ভূমিপূজা ‘অনুষ্ঠিত হয়। ভূমিপূজা উপলক্ষ্যে এদিন গ্রামের ১০৮ জন কুমারী মেয়ে স্থানীয় শিলাবতী নদী থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত কলস যাত্রায় অংশ নেন। দিন ভর চলে পূজা অর্চনা।
Post Comment