নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার চন্দনপুর গ্রামে। মৃত যুবকের নাম দয়াময় সিং সর্দার (২৪), বাড়ি পুঞ্চা থানার ছাতাপাথর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চন্দনপুর গ্রামের রাস্তায় রক্তাক্ত অবস্থায় বাইকের পাশে পড়ে থাকতে দেখা যায় দয়াময়কে। খবর পেয়ে পুঞ্চা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুঞ্চা থানার পুলিশ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Post Comment