অমরেশ দত্ত,পুঞ্চা:
উদ্ধার হওয়া সেই রহস্যময় যন্ত্র পুঞ্চার লেদামহুল গ্রামে অবশেষে নিষ্ক্রিয় করল সিআইডি-র বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল টিম। সোমবার একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া ওই অজানা যন্ত্রটিকে শেষমেশ নিষ্ক্রিয় করা হয়। গত রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মাঠে পড়ে থাকা একটি অচেনা যন্ত্র দেখতে পান। খবর পেয়ে পুঞ্চা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার, মানবাজার এসডিপিও, পুঞ্চা থানার সার্কেল ইন্সপেক্টর ও ওসি-র তত্ত্বাবধানে বিশেষজ্ঞদের সহায়তায় ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পরে জানা যায়, এটি আবহাওয়া দফতরের একটি যন্ত্র। এমন কথা জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ন’টা নাগাদ ডিভাইসটিকে নিষ্ক্রিয় করা হয় পুঞ্চা ব্লকের মাঠেই। নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন করে সিআইডি-র বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড। সতর্কতা অবলম্বনে ওই এলাকায় মোতায়েন ছিল পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল বিভাগ।
Post Comment