নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হল পুঞ্চার লৌলাড়া গ্রামের এক বাসিন্দার। মৃত ব্যক্তির নাম বিধান বাউরি (৪৮)। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। তবে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুঞ্চা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Post Comment