নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর।পুরুলিয়ার মানবাজার– বাঁকুড়া রাজ্য সড়কে পুঞ্চা থানার অন্তর্গত পায়রাচালী গ্রামে ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় বাউরি (৩২)। তার বাড়ি পায়রাচালী গ্রামেই। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে স্নান করতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান সঞ্জয়বাবুকে সজোরে ধাক্কা মারে।
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে পুঞ্চা থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
Post Comment