নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
কংসাবতী নদীতে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ব্যাক্তির নাম ঠাকুরদাস সিং সর্দার(৪৮)। বাড়ি মানবাজার থানার নডিহা গ্রামে। বুধবার পুঞ্চা থানার মৈসামুড়া এলাকায় নদী থেকে তার ভাসমান দেহটি উদ্ধার করে পুলিশ ।
জানা গিয়েছে, মঙ্গলবার কংসাবতী নদীতে জলের তোড়ে ভেসে যান ওই ব্যক্তি।। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি অভিযান চালায় । অনেক খোঁজাখুঁজির পরেও কালকে তার খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিমি দূরে ভাসমান দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুঞ্চা থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
Post Comment