নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
প্রায় হটাৎ করেই শনিবার বাঁকুড়ার ছাতনায়
ঢুকে পড়ে একটি দলছুট বুনো দাঁতাল। তারপর ওই হাতিটি মধ্য রাতে পুরুলিয়ার পুঞ্চায় ঢুকে পড়ে।
সেই বুনো হাতির হামলায় রবিবার সাতসকালে মৃত্যু হয় এক বৃদ্ধের। পুঞ্চা থানার দলহা গ্রামের এই
ঘটনায় শোক গ্রাস করেছে এলাকায়।
বনদফতর জানিয়েছে,
মৃতের নাম বাহাদুর মাহাত (৭৫) রবিবার সকালে পুঞ্চা রেঞ্জ-র দলহা গ্রামে
তিনি গাছ কাটছিলেন। সেই সময় ওই বুনো হাতিটি তাকে লাথি মারে। আর তাতেই গুরুতর জখম হন তিনি। তাকে ওই দলহা গ্রাম থেকে
স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান
ওই এলাকার মানুষজন। তার চোট গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বর্তমানে ওই হাতিটি মানবাজার এক রেঞ্জ-র জিতুজুড়ি গ্রামে রয়েছে। তাকে নজরে রেখেছে বনদফতর।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ির জঙ্গলে শনিবার দিনভর আশ্রয় নিয়েছিল দলছুট ওই হাতিটি। এলাকাটি একেবারে পুরুলিয়া জেলার সীমানা ঘেঁষা। তাই বিশেষভাবে সতর্ক ছিল কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর ও কাশিপুর রেঞ্জের বনকর্মীরা। তবে শনিবার রাতে প্রাকৃতিক দুর্যোগের সুযোগে ওই হাতিটি হুড়া থানার কালিয়াবাসা হয়ে পুরুলিয়ায় ঢোকে। তারপর মধ্য রাতে পুঞ্চা রেঞ্জের জুনারবাড়ি এলাকায় ঢুকে যায়। রবিবার ভোরে একেবারে পুঞ্চা রেঞ্জ অফিসের কয়েকশো মিটার পাশ দিয়ে হাতিটি পৌঁছায় ব্লক কার্যালয়ের পেছনে দলহা গ্রামে। সেখানেই গাছ কাটছিলেন ওই বাহাদুর মাহাতো। হঠাৎ করে তাকে লাথি মারে হাতিটি। সেখানে জখম হয়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। পুঞ্চা এলাকার বাসিন্দা গৌতম দত্ত বলেন,
” শুনলাম হাতিটি বাঁকুড়ার ছাতনা থেকে এখানে আসে। এখন হাতিটি মানবাজার এলাকায় চলে গিয়েছে। ” মানবাজার ১ ব্লকের পিন্টু পৈতণ্ডী জানান , “বুনো হাতি তাদের এলাকায় এসেছে। এই খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। বনদপ্তর-এর পক্ষ থেকে তাদের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিছুটা হলেও ভয়ের মধ্যে আছি।”




Post Comment