নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
রাত্রিকালিন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল যাত্রী বোঝাই একটি ট্রাক্টর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার লাখরা গ্রাম পঞ্চায়েতের কালাপাথর মোড় পেরিয়ে বিষপুরিয়া দিকে যাওয়ার রাস্তায় পাকবিড়রা এলাকায়। ঘটনায় গুরুতর আহত এক মহিলা ও এক শিশু সহ ৪ জন।পুঞ্চা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাক্টরটিতে মহিলা, শিশু সহ ১৬ জন যাত্রী ছিলেন। তারা সকলেই রাত্রিকালিন অনুষ্ঠান দেখে ট্রাক্টরের ট্রলিতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
Post Comment