insta logo
Loading ...
×

পুজোর দিনগুলিতে শহরে কোন রাস্তা ওয়ান ওয়ে? কোথায় পার্কিং? না জানলে সমস্যা

পুজোর দিনগুলিতে শহরে কোন রাস্তা ওয়ান ওয়ে? কোথায় পার্কিং? না জানলে সমস্যা

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

কিউ আর কোড স্ক্যান করলেই পুরুলিয়ার পুজো আসবে হাতের মুঠোয়।প্রকাশিত হল দুর্গা পুজোর কিউআর কোড গাইড ম্যাপ ২০২৫।পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে গাইডম্যাপ উদ্বোধন করলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে ভিড় এড়াতে এবং পুজোর দিনে যানজট এড়াতে শহরের কোন কোন পথে নো-এন্ট্রি করা হয়েছে, কোন পথ ওয়ান-ওয়ে করা হয়েছে,

পুরুলিয়া শহরের পূজা গাইড

কোথায় ড্রপ গেট করা হয়েছে, কোথায় রয়েছে পুলিশ বুথ— সে সব এক ঝলকে বুঝতে সহায় হবে এই পূজা গাইড ম্যাপ। পুরুলিয়ায় এই গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুজোর দিনগুলিতে শহরে যানজট এড়াতে সম্পূর্ণ রূপে টোটোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। নিরাপত্তার বিষয়ে একগুচ্ছ পদক্ষেপের কথা জানালেন পুলিশ সুপার। তিনি বলেন, ” পুরুলিয়া শহরে পুজোর সময় তিন/ চার চাকা যানবাহনের প্রবেশের একমাত্র রাস্তা পাতকুম হাউস হয়ে রাঁচি রোডের উপর দিয়ে। দুলমি থেকে ভিক্টোরিয়া স্কুল মোড় পর্যন্ত দুই চাকা যানের জন্য সিঙ্গল ওয়ে।

নিতুড়িয়া থানা এলাকার পূজা গাইড

পোস্ট অফিস মোড় থেকে গোশালা, পোস্ট অফিস মোড় থেকে রথতলা, পোস্ট অফিস মোড় থেকে হাটের মোড়, পুরুলিয়া রেলস্টেশন থেকে ভগৎ সিং মোড় রাস্তাগুলিতে সমস্ত ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি পুলিশও গাড়ি ব্যবহার করবে না। বাইক এবং সাইকেল ব্যবহার করবে। ৭৫ বছরের বেশি বয়সের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ছাড় থাকছে। পাশাপাশি শিশুদের গলায় ঝোলানোর জন্য থাকবে কার্ডের ব্যবস্থা, যাতে থাকবে বাড়ির লোকের ফোন নং ও ঠিকানা।”

ঝালদা এলাকার পূজা গাইড


দর্শনার্থীদের উদ্দেশ্যে সতর্কতামূলক নির্দেশ দিয়েছে পুলিশ –
১. নির্দিষ্ট পার্কিং-এর স্থান ব্যতীত যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না এবং যথাযথ ভাবে হ্যান্ডেল লক সহ গাড়ি পার্কিং করবেন।
২. আপনার মানিব্যাগ, হ্যান্ডব্যাগ, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সাবধানে রাখবেন।
৩. বাচ্চাদের ব্যাপারে সদাসতর্ক থাকবেন এবং প্রয়োজনে বাচ্চাদের জামার পকেটে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর লেখা কাগজ রাখবেন।
৪. যেকোনো ধরনের সমস্যায় শহরের মধ্যে থাকা পুলিশ সহায়তা কেন্দ্রগুলির এবং কর্তব্যরত পুলিশের সাহায্য নিন।
৫. আপনার মোবাইল ফোনে “সহায়” অ্যাপ ডাউনলোড করুন এবং প্রয়োজনে এটি ব্যবহার করুন।

আদ্রা এলাকার পূজা গাইড

শহরের বেশ কয়েকটি পয়েন্টে পার্কিং-এর ব্যবস্থা করা হয়েছে।

১. জি. ই. এল, চার্চ পার্কিং
২. জি.ই.এল. চার্চ নিকটস্থ সার্কাস ময়দান পার্কিং
শহরে দুইচাকা যানের জন্য নির্দিষ্ট পার্কিং স্থানঃ-
১.উত্তরে-গোশালা রেল ক্রশিং সন্নিহিত এলাকা এবং সাহেব বাঁধের উত্তর পাড়।
২. দক্ষিণে-এম. এস.এ. ময়দান।
৩.পূর্বে- পুরুলিয়া রেলওয়ে স্টেশন পার্কিং।
৪. পশ্চিমে- ভিক্টোরিয়া স্কুল গ্রাউন্ড।

Post Comment