নিজস্ব প্রতিনিধি,আড়শা :
পুকুরের জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আড়শায় । ঘটনাটি ঘটেছে আড়শা থানার তুম্বাঝালদা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম যামিনী কর্মকার (৪২)।
জানা গিয়েছে শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন যামিনী বাবু। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। শনিবার সকালে গ্রামের একটি পুকুরের জলে এলাকার মানুষজন তার দেহটি ভাসতে দেখেন। খবর দেওয়া হয় আড়শা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে আড়শা থানার পুলিশ।











Post Comment