নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের সাধুডাঙ্গা এলাকায়। মৃতের নাম শুভম কর্মকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে সে স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পুকুরে তল্লাশি চালিয়ে শুভমের নিথর দেহ উদ্ধার করা হয়।
অচেতন অবস্থায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় পুরুলিয়া সদর হাসপাতালে, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শুভমের অকালমৃত্যুতে শোকাহত তার পরিবার ও পাড়া-প্রতিবেশীরা।










Post Comment