নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পারিবারিক বিবাদের জেরে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার ঝালদা থানার ডিবরিটিকর গ্রামে। এক প্রতিবেশীকে মারধর এবং পরিবারের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতরা হলেন — শ্রীমন্ত কুইরি ও বিশাম্বর কুইরি, দু’জনেই ওই গ্রামের বাসিন্দা। অভিযোগ, মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বচসার জেরে দুই ভাই মিলে তাকে বেধড়ক মারধর করে। আক্রান্তের মাথায় গুরুতর চোট লাগে। অভিযোগ, এর পাশাপাশি আক্রান্ত ব্যক্তির পরিবারের মহিলাদের প্রতিও অশালীন আচরণ করে অভিযুক্তরা।
ঘটনার পর বুধবার ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তের পরিবারের সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে দুই অভিযুক্তকেই গ্রেফতার করে।
বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।











Post Comment