insta logo
Loading ...
×

পারিবারিক অশান্তির পরিণতি! বাবার লাঠির আঘাতে বলরামপুরে প্রাণ হারাল ছেলে

পারিবারিক অশান্তির পরিণতি! বাবার লাঠির আঘাতে বলরামপুরে প্রাণ হারাল ছেলে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:


পারিবারিক কলহের চরমে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল পুরুলিয়ার বলরামপুর থানার ডাভা গ্রামে। অভিযোগ, মদের নেশায় প্রতিদিন বাড়িতে অশান্তির জেরে ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে মারল তার নিজের বাবা। মৃত ছেলের নাম রাজেন টুডু (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জালান টুডুর দুই পুত্র। রাজেন বড়, এখনও অবিবাহিত। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি করতেন বলে পরিবারের দাবি। রবিবার দুপুরেও একই ঘটনা ঘটে। ফলে পরিবারের সহ্যের বাঁধ ভেঙে যায়। আক্রোশে জালান টুডু লাঠি হাতে ছেলেকে মারতে থাকেন। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় রাজেন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

এই ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ দ্রুত এসে রক্তাক্ত অবস্থায় থাকা যুবককে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্ত জালান টুডুকে আটক করে পুলিশ। রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি, অভিযুক্তকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Post Comment