নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
বাড়ির কুয়ো থেকে চুরি হয়ে গিয়েছিল পাম্প। সেই পাম্প চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুঞ্চা থানার পুলিশ। ধৃতের নাম লালু শবর। তার বাড়ি পুঞ্চা থানার নির্ভয়পুর গ্রামে। ধৃতকে গ্রেফতার করার পর চুরি যাওয়া পাম্প উদ্ধার হয়। জানা যায়, পুঞ্চা থানার রমাইডি গ্রামে স্বরূপ সিংহ মহাপাত্রের বাড়ির কুয়ো থেকে সোমবার রাতে সাবমার্সিবল পাম্পটি চুরি হয়। এরপর স্বরূপ বাবু নিজে পাম্পটি খোঁজাখুঁজি শুরু করেন। পাম্পটি না পেয়ে স্বরূপবাবু বুধবার পুঞ্চা থানায় অভিযোগ জানান। অভিযোগের পরেই পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া পাম্পটি উদ্ধার করে। এর পাশাপাশি চুরির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment