নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
নিখোঁজের চারদিন পর গ্রামের পাতকুয়ো থেকে উদ্ধার মহিলার পচা-গলা মৃতদেহ। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরাবাজার থানার জিলিং গ্রামে। ঘটনার খবর পাওয়ার পর এদিন বরাবাজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আরতী মাহাতো (৫৫)। বাড়ি জলিং গ্রামে। গত ১৮ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। ফলে ওইদিন রাতেই এই ঘটনায় নিখোঁজ মহিলার পরিবারের তরফে বরাবাজার থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। পুলিশ ওই নিখোঁজ মহিলার খোঁজ চালাচ্ছিল। তবে এরই মধ্যে রবিবার সকালে জিলিং গ্রামে একটি পাত কুয়োর জলে ওই মহিলার মৃতদেহ ভাসতে দেখেন গ্রামের মানুষজন।











Post Comment