নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
এক মাস কাটতে না কাটতেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে পুরুলিয়া পেলো চোখ ধাঁধানো সাফল্য। ১০ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন ক্যাম্প থেকে গৃহীত প্রকল্পের সংখ্যা ১৫ হাজার ৮৮৫। বরাদ্দের বহর দাঁড়িয়েছে ৭৭ কোটি টাকারও বেশি। এর মধ্যে অনুমোদন মিলেছে ৩২৪৬টি প্রকল্পে। ইতিমধ্যেই সাতটি কাজের দরপত্রও আহ্বান করা হয়েছে।
জেলা প্রশাসনের হিসাবে, এক মাসে এই প্রকল্পকে ঘিরে ক্যাম্পে হাজির হয়েছেন প্রায় ৫ লাখ ৭৬ হাজার মানুষ। একই সময়ে দুয়ারে সরকার শিবিরে উপস্থিতির সংখ্যা ছিল সাড়ে পাঁচ লক্ষের বেশি। প্রশাসনের মতে, এই পরিসংখ্যানই সাফল্যের প্রমাণ। জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুদীপ পাল বলেন, “আমাদের পাড়া আমাদের সমাধান’-এ ১৫ হাজারের বেশি প্রকল্প গ্রহণ হয়েছে। এর মধ্যে কয়েক হাজার ইতিমধ্যেই অনুমোদিত। দরপত্র প্রক্রিয়াও শুরু হয়েছে।”
এই প্রকল্পের সূচনা হয়েছিল ২ আগস্ট। শুরু থেকেই সাধারণ মানুষের সাড়া মিললেও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রকল্প পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বারাইক। তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, জেলা পরিষদের ভূমিকা আশানুরূপ নয়। তবে প্রথম দিন থেকেই সক্রিয় ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। পরে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতোও বিভিন্ন ক্যাম্পে হাজির থেকে সাধারণ মানুষকে সহযোগিতা শুরু করেন। ফলে প্রশাসনিক মহলের মতে, পরিস্থিতির উন্নতি হয়েছে।
শহর এলাকায় শুরুর দিকে সাড়া মিলছিল না। কিন্তু পুরপ্রধান নবেন্দু মাহালির উদ্যোগে এখন অবস্থার অনেকটাই বদল হয়েছে। জেলা প্রশাসনের তথ্য বলছে, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে ২ লাখ ৩০ হাজার মানুষ বিভিন্ন প্রকল্পে সাহায্য চেয়েছেন। এর মধ্যে জমা পড়েছে ১ লাখ ২৩ হাজার আবেদনপত্র, যার মধ্যে ৮১ হাজারেরও বেশি ইতিমধ্যেই গৃহীত হয়েছে।
আবেদনের দিক থেকে প্রথম স্থানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। আবেদন জমা পড়েছে ৬৫ হাজারেরও বেশি, অনুমোদন হয়েছে প্রায় ৫৫ হাজার। দ্বিতীয় স্থানে লক্ষ্মীর ভান্ডার। ৫ হাজারের বেশি আবেদন জমা পড়ে বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায়।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে আগামী ৩ নভেম্বর পর্যন্ত বৈঠক ও প্রস্তাব চূড়ান্ত করার কথা। ১৫ নভেম্বরের মধ্যে অনুমোদন দিয়ে ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য ঠিক করেছে সরকার। পুরুলিয়ায় ইতিমধ্যেই দরপত্র আহ্বানের গতি দেখে জেলা প্রশাসনের দাবি, কাজ শেষ হওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।
একমাসের পুরুলিয়া রিপোর্ট কার্ড
▪️মোট ক্যাম্প: ৯৮১
▪️ বুথ শামিল: ২৫২৮
▪️এখনও পর্যন্ত ক্যাম্পের সংখ্যা: ৫৬৫
▪️ উপস্থিতি: ৫,৭৬,৩৫৫
▪️ মোট প্রকল্প গৃহীত: ১৫,৮৮৫
▪️ অনুমোদন: ৩২৪৬
▪️ দরপত্র আহ্বান: ৭










Post Comment